হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় মানিকুল ইসলামের নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নিহত মানিকুলের মাতা শামসুন্নাহার বেগম, স্ত্রী শাকিলা, গ্রীন ভয়েস হাতীবান্ধা উপজেলা শাখার উপদেষ্টা আজিজুল ইসলাম বারী, জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সবুজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলমসহ এলাকাবাসী।
নিহত মানিকুলের ছেলে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন।
এ সময় নিহত মানিকুলের স্ত্রী শাকিলা বলেন, ৪৮ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত আমার স্বামীর হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমি আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের ফাঁসি চাই।
বক্তব্যে আজিজুল ইসলাম বারী বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে মানিকুলের হত্যাকারীদের গ্রেফতার করা না হলে পুরো হাতীবান্ধায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি দুপুরে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে একটি ভুট্টা ক্ষেত থেকে সিঙ্গিমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আব্দুর সাত্তারের ছেলে মানিকুলের মস্তকবিহীন দেহ উদ্ধার ও ২০ জানুয়ারি সকালে ওই একই এলাকায় একটি গর্ত থেকে মাথা উদ্ধার করে পুলিশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply