নিজস্ব প্রতিবেদকঃ গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ বিবৃতিতে জানান, আমাদের দিন আছে, আমাদের সকাল আছে কিন্তু বিগত বছরগুলোতে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে বলতো আমাদের দিন নাই, সকাল নাই। আমাদের নাকি কোন আলো নাই, আমাদের নাকি অন্ধকার?? আওয়ামী লীগ লুটপাট শাসকেরা আমাদের অন্ধকার তৈরি করার উদ্দেশ্য চেষ্টা করেছে প্রমাণিত হয়েছে।
কিন্তু আমাদের দিন আছে, আমাদের সকাল আছে তবু আমাদের বিরুদ্ধে এতো মিথ্যা ভূয়া বক্তব্য দিয়েছে। সত্যের পাল্লা পাল্লা ভারী আছে, মিথ্যার পাল্লায় ধ্বংস হয়েছে। মিথ্যার পাল্লায় দিন নাই এবং সকাল নাই। আওয়ামী লীগের শাসকের এবং আওয়ামী লীগের দিন ও সকাল নাই।
গণতন্ত্রের বন্ধু এন ইউ আহম্মেদ বলেন, লুটপাট শাসক সারা দেশের মানুষের ভোট লুটপাট করেছে, ব্যাংক লুটপাট করেছে, সারা দেশের মানুষের মানুষের অর্থ সম্পদ লুটপাট করেছে।
আওয়ামী লীগের শাসক, ভোট লুটপাট করেছে সারা দেশে এবং আমাদের বিরুদ্ধে এবং সারা দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে বলছে আমাদের সকাল হবে না, সারা দেশের মানুষের সকাল নাই, দিন নাই। সারা দেশের মানুষের অন্ধকার আছে বলছিলো।

ভালোবাসার পতাকা রাজা এন ইউ আহম্মেদ বলেন,, আমার সিদ্ধান্ত ও পরিকল্পনা উদ্দেশ্য মাধ্যমে আমাদের দিবস ঘোষণা করছি, আমাদের দিন ও সকাল তো শুভ উদ্বোধন করছি। প্রমাণিত হয়েছে আমাদের দিন আছে, সকাল আছে। আওয়ামী লীগের শাসকের দিন, সকাল নাই।
গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ বলেন,, আওয়ামী লীগের দিন এবং সকাল নাই। আওয়ামী লীগের এমপি মন্ত্রী দের দিন এবং সকাল তো নাই প্রমাণিত হয়েছে।
আমাদের দিন আছে তবু বলছে আমাদের অন্ধকার। আমাদের সকাল আছে তবু বলছে আমাদের সকাল নাই। আমাদের দিন ও সকাল নাই প্রমাণিত করতে সারা দেশে গুম খুন হত্যা আগুন সন্তাসী এবং সারা দেশে ব্যাংক লুটপাট, ভোট লুটপাট করেছে আওয়ামী লীগের শাসক এবং আওয়ামী লীগ।
সারা দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করেছে, সারা দেশের মানুষের ভোট লুটপাট করেছে আওয়ামী লীগের শাসক এবং আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দিন ও সকাল নাই, আমাদের দিন ও সকাল উদ্ভোধন করছি। আওয়ামী লীগের শাসক এবং আওয়ামী লীগের অন্ধকার চিরতরে ঘোষণা করছি।

গণতন্ত্রের হিরো এন ইউ আহম্মেদ বলেন, আওয়ামী লীগের শাসক এবং আওয়ামী আর কোন দিন ঘি তোলতে পারবেন না, আপনাদের বিরুদ্ধে আমার আঙ্গুল বাঁকা করেছি।
গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ বলেন, ম্যাপে গুগুলে দিবস গুলো সার্চ করলে পাওয়া যাবে। ম্যাপেে সেটিং করেছি। আমাদের দিন ও সকাল আছে প্রমাণিত হয়েছে।
আমি আমাদের যেসব দিবস ঘোষণা করছি,, international fair voting day. International mon day. International love affair meeting day. International thank you conference day. International Bijoy day. International flag hero day, love Hero day.
World love flag human rights day. World married love flag couple day.world love flag father day, world love flag mother day
আমাদের বাড়ির নাম রাখছি, গণতন্ত্রের মহারাজার বাড়ি, গনতন্ত্রের রাজার বাড়ি, গণতন্ত্রের মহারানীর বাড়ি, গণতন্ত্রের রানীর বাড়ি। গণতন্ত্রের আলোর বাড়ি, গণতন্ত্রের বন্ধুর বাড়ি, গণতন্ত্রের হিরোর বাড়ি, ভালোবাসার পতাকা রাজার বাড়ি, ভালোবাসা পতাকা রাণীর বাড়ি।
বিবিএফ পার্টি রাজনৈতিক দল সহ অঙ্গ সংগঠন সহ মোট ২৫ টি সংগঠন।





Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply