হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় পাথর কোম্পানির ম্যানেজার মোস্তফা নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পাটগ্রাম-ঢাকা সড়কের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কুচলিবাড়ি ইউনিয়নের ললিতারহাট শমসেরপুর (৯নং ওয়াড) এলাকার আব্দুর রহমানের পুত্র।
জানা গেছে, পাটগ্রাম কলেজ মোড় নামক এলাকায় পথচারী গোলাম মোস্তফা (৪৬) একটি দাড়িয়ে থাকা ট্রাকের সামনে দাড়িয়ে মোবাইলে কথা বলার সময় ট্রাক ড্রাইভার (ঢাকা মেট্রো-ট ১৭-৫২৫৬) তাকে লক্ষ না করে তার উপর দিয়ে ট্রাক চালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই নিহত হয় মোস্তফা।
পুরাতন বাস স্ট্যান্ডের বাসিন্দা সাব্বির জানান, কলেজ মোড়ে ট্রাকটি দাঁড়িয়েছিল এ সময় ট্রাকের সামনে ফোনে কথা বলছিল মোস্তফা, এরপর হঠাৎ ট্রাক ড্রাইভার সামনের দিকে এগিয়ে নিলে ট্রাকের চাপায় পড়ে মোস্তফা।
হাতীবান্ধা হাইওয়ে থানার এসআই আরিফ জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply