হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা: লালমনিরহাট হাতীবান্ধায় প্রেমিকার বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে দুলু (১৮) নামে এক যুবক।
শুক্রবার রাতে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের উত্তর ধুবনী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজিজার রহমানের পুত্র দুলু মিয়ার সাথে প্রতিবেশী আসাদ মিয়া’র ৮ম শ্রেনী পড়ুয়া মেয়ে মিমের প্রেমের সম্পর্ক ছিল। তারা বিয়ে করতে চাইলে আপত্তি উঠে দুই পরিবারের সদস্যদের মধ্যে।
শুক্রবার মধ্যরাতে ওই মেয়ের বাড়িতে বিয়ের দাবিতে যায় দুলু। কিন্তু বাড়িতে মেয়েকে না পেয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে মিম দাবী করে বলেন তার সঙ্গে দুলু মিয়ার কোন প্রকার প্রেমের সম্পর্ক ছিল না।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply