নিজস্ব প্রতিবেদকঃ ৮ নভেম্বর বুধবার, গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন ও সদস্য সচিব রফিকুল ইসলাম সুজন এক যুক্ত বিবৃতিতে গতকাল গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত মজুরী গার্মেন্টস শ্রমিকের কাছে গ্রহণযোগ্য নয়।
নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকরা দীর্ঘদিন ধরে নূন্যতম মজুরী ২৩ হাজারের দাবিতে আন্দোলন-সংগ্রাম করে আসছে। কিন্তু গতকাল সরকার যে মজুরী ঘোষণা করেছেন তা এতই কম যা গার্মেন্টস শ্রমিকদের জীবন ধারণের জন্য যথেষ্ট নয়। ঘোষিত মজুরী পুনর্বিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কামনা করেন। একইসাথে গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যায্য মূল্যে রেশনিং ব্যবস্থা চালু ও বাড়ী ভাড়া নিয়ন্ত্রন রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
৮ নভেম্বর বুধবার কোনাবাড়ীতে ইসলাম গ্রুপের একটি কারখানায় একজন শ্রমিক নিহত হয়েছেন, নেতৃবৃন্দ নিহত শ্রমিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও ঘটনা তদন্তসহ দোষীদের বিচার এবং নিহত শ্রমিক পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply