লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে মনিরা খাতুন (১২) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার সকালে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রহবি গ্রামে এ ঘটনা ঘটে। মনিরা খাতুন ওই এলাকার মমিনুল ইসলামের মেয়ে। মনিরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তুষভান্ডারী ইউনিয়নের বিট অফিসার এস আই নুরুজ্জামান জানান,
মনিরা খাতুন নামে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পেয়েছি।
পরে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল। ঘটনার প্রকৃত কারণে জানার জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম জানান, আমি লোক মুখে খবর পেয়েছি, মিটিংয়ে বাহিরে ছিলাম এ ব্যাপারে স্থানীয় মেম্বার ভালো জানতে পারে।
পরে স্থানীয় মেম্বার এমদাদুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার ওয়ার্ডের সুন্দ্রাহবি এলাকায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আত্মহত্যার খবর পেয়ে পুলিশসহ আমি গিয়েছিলাম, পরে নিহতের মা অভিযোগ করেছেন গতকাল রাতে তার শ্বশুর শ্বাশুড়ির সাথে ঝগড়া হয়েছে। তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে নিহতের মা সন্দেহ করেছেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে তদন্ত রিপোর্ট এলে বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply