শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের আমানত এখন ১ লক্ষ ৮৩ হাজার কোটি নড়াইলে আরজেএফ’র মতবিনিময়-পরিচিতি সভা ও বনভোজন অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক জোরদারে দায়িত্ব নিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান: ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করলো নির্বাচন কমিশন ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব গুলজার আহমেদ বাংলাদেশে প্রথমবার ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি নড়াইলে আরজেএফ’র মতবিনিময়-পরিচিতি সভা ও বনভোজন অনুষ্ঠিত

সাইফুদ্দিন মনি আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩৯৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ৯০’র গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র-ঐক্যের অন্যতম রূপকার, সাবেক ২০ দলীয় জোটের নেতা, বর্তমানে জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম নেতা ও ডেমোক্রেটিক লীগ (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি আর নেই।

ডেমোক্রেটিক লীগ (ডিএল) ভারপ্রাপ্ত মহাসচিব খোকন চন্দ্র দাস এক শোক বার্তায় বলেন ‘৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে বেগবান করেছিল। আর সেই সর্বদলীয় ছাত্র-ঐক্যের অন্যতম রূপকার ছিলেন সাইফুদ্দিন মনি। যিনি কখনই স্বৈরাচারের সাথে আপোষ করেনি।

ভাষা আন্দোলনের বীর সিপাহশালার অলি আহাদের অন্যতম সঙ্গী, রাজপথের সাহসী সৈনিক সাইফুদ্দিন মনির গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা জাতি চিরকাল স্মরণ রাখবে। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে মিরপুরের বারডেম হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। (ইন্না লিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। ব্যক্তিগত জীবনে সাইফুদ্দিন মনি অবিবাহিত ছিলেন।

এদিকে সাইফুদ্দিন মনির মৃত্যুর খবর শুনে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ মিজানুর রহমান, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের, কমরেড রফিকুল ইসলাম আসাদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জি. আব্দুল বারিক, বাংলাদেশ ন্যাপের সভাপতি এম এন সাউন সাদিকী প্রমুখ।  

ড. ফরিদুজ্জামান ফরহাদ জানান, শুক্রবার বাদ আসর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নিজ গ্রাম মহেশপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম সাইফুদ্দিন মনিকে দাফন করা হবে।

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে অল্প কিছু সময়ের মধ্যে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS