স্টাফ রিপোটারঃ প্রায় এক যুগ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গাইবান্ধার বোনারপাড়া-দিনাজপুর রুটে ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি পুনরায় চালু হয়েছে। এবার বোনারপাড়া-দিনাজপুর নয়, মেইল ট্রেনটি চলবে বোনারপাড়া হতে উত্তরের শেষ জেলা পঞ্চগড় পর্যন্ত।
গাইবান্ধার বোনারপাড়ায় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ট্রেনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘ট্রেনটি চালু হওয়ায় সুবিধা ভোগ করবে গাইবান্ধার ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী ও চিকিৎসা সেবাপ্রত্যাশীসহ এ অঞ্চলের অনেক মানুষ।’
বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংশ্লিষ্টরা জানান, পূর্বে রামসাগর বোনারপাড়া-দিনাজপুর পর্যন্ত চললেও এবার ট্রেনটি চলবে বোনারপাড়া রেলস্টেশন থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (বী.মু.সি.ই) রেলস্টেশন পর্যন্ত। বোনারপাড়া রেলস্টেশন থেকে সকাল সাড়ে পাঁচটায় ছেড়ে গিয়ে ট্রেনটি বী.মু.সি.ই স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। ওই সময় দীর্ঘ ৯ ঘণ্টা ২০ মিনিটে ট্রেনটি ২৪টি রেলস্টেশন অতিক্রম করে পাড়ি দিবে ২৬৪ কিলোমিটার রেলপথ। যার প্রত্যেকটি স্টেশনেই ওঠা-নামা করবে যাত্রীরা।
কর্তৃপক্ষ জানায়, সর্বোচ্চ ৯০ টাকায় যাত্রীরা যেতে পারবে গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশন থেকে পঞ্চগড় পর্যন্ত। এতে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। ১০ কোচের (বগি) এই ট্রেনটি যাত্রীবহন করতে পারবে ৬৭৮ জন। তারা জানান, বি.মু.সি.ই-বোনারপাড়া বৃহস্পতিবার ও বোনারপাড়া-বি.মু.সি.ই শুক্রবার ট্রেনচলাচল বন্ধ থাকবে।
গাইবান্ধা থেকে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি রেল কর্তৃপক্ষ কোন নোটিশ ছাড়াই ২০১২ সালের ২৪ আগস্ট হঠাৎ করে চলাচল বন্ধ করে দেয়। সেই থেকে ট্রেনটি চালুর দাবিতে নানা আন্দোলন করে আসছিল স্থানীয়রা। গাইবান্ধা-০৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের ঐকান্তিক প্রচেষ্টায় ট্রেনটি আবারো চালু হলো। ট্রেনটি চালু করা তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিলো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply