নিজস্ব প্রতিবেদকঃ বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ফাউন্ডেশন-এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-এর ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জরায়ু-মুখ ও স্তনক্যান্সার স্ক্রীনিং কর্মসূচী আগামীকাল ১৫ আগস্ট ২০২৩ইং রোজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকা হতে দুপুর ৩ ঘটিকা পর্যন্ত মুক্তিযোদ্ধা ভিলা, পূর্ব হাসানপুর, দাউদকান্দিতে অনুষ্ঠিত হবে।
ঢাকা থেকে আগত স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বাস্থ্য সেবা প্রদান করবেন। উক্ত ভায়া ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া এম.পি। সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডা. একেএম মোশাররফ হোসেন।
৩০ বছরের অধিক বয়সী সকল বিবাহিত মহিলারা উক্ত ক্যাম্পে বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার এর পরীক্ষা করাতে পারবেন। চিকিৎসা নিতে আসা সকল মহিলাগণ জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য, জরায়ু মুখ ও স্তন ক্যান্সার বাংলাদেশের মহিলাদের মৃত্যুর অন্যতম কারণ। এই ক্যান্সার প্রতিরোধ করার জন্য ৩০ বছরের বেশি বয়স হলে স্বাস্থ্য কর্মী দিয়ে জরায়ু মুখ ও স্তন পরীক্ষা করতে হবে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে, সামান্য চিকিৎসা নিলেই এই ক্যান্সার প্রতিরোধ করা যায়। ক্যাম্প পরবর্তী কালেও প্রতিদিন হাসপাতালে মহিলারা ভায়া পরীক্ষা করতে পারবেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply