চীনের হেবেই প্রদেশে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বৃহস্পতিবার পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৬ জন। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার (১১ আগস্ট) সকালে চায়না ডেইলি ডটকমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত মাসের শেষের দিকে রাজধানী বেইজিংয়ে তীব্র বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে দুজন উদ্ধারকর্মী। গত সপ্তাহে চীনের উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে আকস্মিক বন্যায় কয়েকজনের মৃত্যু হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply