হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ মোঃ ইব্রাহিম জাদুরাণী বাজার হতে ভেন যোগে বাশ নিয়ে ফেরার পথে রণহাট্রা চৌরঙ্গী দিপালী মোড় নামক স্থানে পিছন দিক থেকে ইট বোঝাই মিনি ট্রাক ধাক্কা দিলে ভেন গাড়ী সহ উটে যায়।
আহত ভেন চালকে ইস্থানীয় লোকজোন হরিপুর হাসপাতালে নিয়ে যায়,কর্তব্য রত চিকিৎসক আহত ব্যক্তিকে দেখে মৃত্যু ঘষোনা করেন । ট্রাক নাম্বার জয়পুরহাট.ড ১১-০০৭৪ ট্রাকটি ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের হেফাজতে রয়েছে ।
মোঃ ইব্রাহিম (৪০) পিতা মোঃ লোকমান আলী মৃতার এক ছেলে এক মেয়ে পারবারিক সূত্রে জানাগেছে। গ্রামঃ দামোল,উপজেলা হরিপুর ।
এব্যাপারে চেয়ারম্যান মোঃ আহসান হাবিব চৌধুরীর সহিত যোগাযোগ করলে ঘটনার সততা নিচিত করেন বলে জানাগেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply