নিজসব প্রতিবেদকঃ দিনাজপুরের দশ মাইল এলাকায় বিআরটিসি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন পিকআপ চালক ও দুইজন যাত্রী বলে জানা গেছে।
দশমাইল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা বিআরটিসির যাত্রাবাহী বাসটি দশ মাইল দরবারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন তিনজন।
এসআই আরও জানান, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ তিনজনের মরদেহ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। আর আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply