শেরপুর প্রতিনিধিঃ আড়াই বছর বয়সী জান্নাতি থাকে শেরপুর সদরের বাসস্ট্যান্ড বস্তি এলাকায় মায়ের সাথে। এভাবেই ময়লার ভাগাড়ে পার করছে একাকি শৈশব। এই বয়সেই নেমে পড়েছে ময়লা টোকানোর কাজে। হাতে একটা বস্তা নিয়ে পৌরসভার ময়লার ভ্যান আসার সাথে সাথে নেমে পড়ে ময়লা টোকানোর কাজে।
শৈশব কি জানেন না সে! খেয়ে পড়ে বেঁচে থাকাই তার কাছে শৈশব। জান্নাতির মা রেশমী জানান, ‘পেটের দায়ে করি এইসব। ছোল (সন্তান) আমাগের দেইখে দেইখে করে।’ কয়েকবার ভ্যানের নিচে পড়ে আহত হয় এই শিশু। বস্তি এলাকায় পলিথিনের খুপড়ি আকৃতির ঘরে বসবাস তাদের।
তার মা আরো জানায়, জান্নাতির বয়স যখন ২৩ দিন (নবজাতক) তখন থেকেই জান্নাতিকে ময়লার ভাগাড়ের পাশে রেখে ময়লা টোকানোর কাজ করেন তিনি।
ছবিটি শেরপুর সদরের বাসস্ট্যান্ডের পাশের ময়লার ভাগাড় থেকে তোলা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply