কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মায়াঙ্ক অরোরা। তিনি এ বছরের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তাপস কুমার মন্ডল এই দায়িত্বে কর্মরত ছিলেন।
২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত মায়াঙ্ক অরোরা কোকা-কোলা বেভারেজেস শ্রীলঙ্কা লিমিটেড (সিসিবিএসএল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন।
তিনি শ্রীলঙ্কাকে বোটলিং ইনভেস্টমেন্টস গ্রুপ (বিআইজি) এর একটি শীর্ষ পারফোর্মিং মার্কেটে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার নেতৃত্বে শ্রীলঙ্কা মার্কেট বিভিন্ন পর্যায় স্বীকৃতি ও প্রশংসা অর্জন করেছে।
কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মায়াঙ্ক অরোরা বলেন, “কোকা-কোলা সিস্টেমের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাব্যময়ী মার্কেট। অগ্রগতির এই যাত্রায় অংশীদার হতে পেরে আমি আনন্দিত। আমাদের প্রতিটি পণ্য স্থানীয়ভাবে উৎপাদিত হয় এবং তা ক্রেতাদের মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছে একদল উৎসাহী ও প্রতিশ্রুতিবদ্ধ কর্মীবৃন্দ।”
তিনি আরোও বলেন, “বাংলাদেশের সমৃদ্ধির এই যাত্রায় কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস-এর ভূমিকা নিয়ে আমি অত্যন্ত আশাবাদী।”
২১ বছরের কর্মজীবনে, হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস লিমিটেড এবং বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্টানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন মায়াঙ্ক অরোরা।
ভুবনেশ্বরের জেভিয়ার্স ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের একজন এলামানাই মায়াঙ্ক অরোরা। তিনি ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট, আহমেদাবাদ থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি দিল্লি ইউনিভার্সিটি থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply