মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং সিএমইডি হেল্থ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এমটিবির প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় চুক্তিটি স্বাক্ষরিত হয়। সিএমইডি হেল্থ লিমিটেড উদ্ভাবনী ও ডিজিটাইজ্ড স্বাস্থ্যসেবা প্লাটফর্ম ‘সুস্বাস্থ্য’-এর একটি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং সিএমইডি হেল্থ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, পিএইচডি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবির মো. শাফকাত হোসেন, হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন, আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, তাহসিন শহীদ, হেড অব রিটেইল নিউ বিজনেস ও লতিফুল মান্নান চৌধুরী, হেড অব রিটেইল প্রোডাক্ট, প্রোপোজিশন এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং সিএমইডি হেল্থ লিমিটেডের মো. আশরাফ দাউদ, পরিচালক ও সিওও, মইনুল হক চৌধুরী, পরিচালক ও হেড অব গ্রোথ এবং ডা. একেএম নাজমুল ইসলাম, হেড অব মেডিক্যাল সার্ভিসেস ও বিজনেস ডেভেলপমেন্ট সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply