রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে সরকারের বৈধতা নিশ্চিত করতে হবে: জাতীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ পেঁয়াজের দামে লাগাম টানতে আমদানির সুপারিশ করেছে বিটিটিসি গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৪ জন, তবে মৃত্যু হয়নি কারো ওরিয়ন ইনফিউশন সাপ্তাহিক দর পতনের শীর্ষে দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবিগঞ্জের তরুণী ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতার পার্বত্য চট্টগ্রামে নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের কঠিন জবাব দেওয়া হবে: মোস্তফা আল ইহযায খাসজমি আন্দোলনের কিংবদন্তি ও কৃষক মুক্তির আজীবন যোদ্ধা কমরেড আবদুস সাত্তার খান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু করেছে বাংলাদেশ ও পাকিস্তান মনোস্পুল বাংলাদেশ সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে

২৩২ রানে জিতল ইংল্যান্ড, বিশ্বরেকর্ডের ম্যাচে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২

জস বাটলার-ডেভিড মালান-ফিল সল্টের পর শেষ দিকে লিয়াম লিভিংস্টোনের ঝড়ো হাফ সেঞ্চুরি। তাতে ৪৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ড। এমন ম্যাচে সফরকারীদের জেতাতে বল হাতে বাকি কাজটা সেরেছেন মঈন আলী-ডেভিড উইলিরা। তাতে বিশ্ব রেকর্ডের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২৩২ রানের বড় জয় পেয়েছে ইংল্যান্ড।

আমস্টেলভিনে জয়ের জন্য ৪৯৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। ইনিংসের তৃতীয় ওভারে বিক্রমাজিৎ সিংকে বোল্ড করে সাজঘরে ফেরান উইলি। এরপর অবশ্য দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়ে তোলেন ম্যাক্স ও’ডোড এবং মুসা আহমেদ। জুটি গড়ার সঙ্গে দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির তুলে নেন ম্যাক্স। আদিল রশিদের বলে চার মেরে ৪৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। এদিকে ম্যাক্সের হাফ সেঞ্চুরির পর সাজঘরে ফেরেন মুসা। মঈনের বলে স্কুপ করতে গিয়ে ২১ রানে আউট হয়েছেন এই ব্যাটার। তাতে ভাঙে তাদের দুজনের ৮০ রানের জুটি।

মুসার বিদায়ের পর দ্রুতই আউট হয়েছেন ম্যাক্স। রিচ টপলির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ডানহাতি এই ব্যাটার। দ্রুতই আউট হয়েছেন টম কুপার, বাস ডি লিড ও লগান ভ্যান বিকরা। শেষ দিকে স্কট এডওয়ার্ডসের অপরাজিত ৭২ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। ইংল্যান্ডের হয়ে মঈন তিনটি, টপলি, উইলি এবং স্যাম কারান নিয়েছেন দুটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই জেসন রয়কে হারায় ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে শেন স্নেটারের ফুল লেংথ ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন রয়। ডানহাতি এই ওপেনার ১ রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়ে তোলেন সল্ট ও মালান। দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে তারা দুজনে মিলে তুলেন ৭৬ রান। পাওয়ার প্লে শেষ হতেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সল্ট। পিটার সেলারের বলে লং অফ দিয়ে চার মেরে ৩৯ বলে হাফ সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার। এরপর অবশ্য খানিকটা দেখেশুনে ব্যাটিং করতে থাকেন তারা দুজন। দলের দেড়শ ছোঁয়ার আগে হাফ সেঞ্চুরি করেন মালান। বাঁহাতি এই ব্যাটারের হাফ সেঞ্চুরি এসেছে ৫৪ বলে।

পুরো ইনিংসেই এলোমেলো বোলিং করেছেন নেদারল্যান্ডসের বোলাররা। যার ফায়দা নিতে ভুলেনি ইংলিশ ব্যাটাররা। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করলেও ইংল্যান্ডের জার্সিতে খুব একটা খেলার সুযোগ হয়ে উঠে না সল্টের। তবে নিজের চতুর্থ ওয়ানডেতেই সেঞ্চুরি পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। স্নেটারের শর্ট ডেলিভারিতে এক রান নিয়ে ৮২ বলে সেঞ্চুরি করেন তিনি।

সেঞ্চুরি করার পর আক্রমণাত্বক ব্যাটিং শুরু করলে ইনিংস বড় করতে পারেননি সল্ট। ভ্যান বিকের বলে ক্যাচ দিয়ে ১২২ রানে ফেরেন তিনি। তাতে ভাঙে মালানের সঙ্গে সল্টের ২২২ রানের জুটি। সল্টের বিদায়ের পর ৯০ বলে সেঞ্চুরি করেন মালান। ওয়ানডেতে যা তার প্রথম সেঞ্চুরি তাতে বাটলার ও হেইদার নাইটের পর তৃতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর মালানকে সঙ্গে নিয়ে ডাচ বোলারদের ওপর তাণ্ডব চালান বাটলার। স্নেটারের স্লোয়ার ডেলিভারিতে লং অফ দিয়ে উড়িয়ে মেরে মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। এরপর দ্রুতই সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটার। ছক্কা মেরে মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করেন তিনি।

সেঞ্চুরির পর আরও আক্রমণাত্বক হয়ে উঠেন বাটলার। এর মাঝে অবশ্য সাজঘরে ফেরেন মালান। ১২৫ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন বাঁহাতি এই ব্যাটার। এমন দিনেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ইয়ন মরগান। ইংল্যান্ডের অধিনায়ক ফিরেছেন শূন্য রানে। এরপর বিধ্বংসী ব্যাটিংয়ে ইংল্যান্ডের রান বাড়িয়েছেন লিভিংস্টোন। মাত্র ১৭ বলে হাফ সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার। তাতে ভাঙতে পারেননি এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড।তবে এটি ইংল্যান্ডের হয়ে সবচেয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড।

এদিন অল্পের জন্য ডি ভিলিয়ার্সের রেকর্ড নিজের করে নিতে পারেননি বাটলারও। ৬৪ বলে দেড়শ রানের মাইল ফলক স্পর্শ করেন তিনি। যেখানে ডি ভিলিয়ার্স দেড়শ ছুঁয়েছিলেন ৬৩ বলে। শেষ পর্যন্ত দুজনের দারুণ ব্যাটিংয়ে ৫০ ওভারে ৪৯৮ রান তুলে ইংল্যান্ড। ৬৬ রানে লিভিংস্টোন এবং বাটলার অপরাজিত ছিলেন ১৬২ রানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS