সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ নভেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।
সূত্র মতে, বুধবার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মুন্নু ফেব্রিক্স। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আমান ফিডের দর বেড়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, সামিট পাওয়ার, একমি পেস্টিসাইড, পিপলস ইন্স্যুরেন্স এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply