ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের পিতা ও পটুয়াখালীর চৈতা গ্রামের বিশিষ্ট আলেম ও সমাজসেবক চৈতার পীর আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ খান ৮৮ বছর বয়সে ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে শনিবার রাত ১টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তার পরিবারের প্রতি।
তিনি দুই ছেলে, তিন মেয়ে এবং ১৪ নাতি-নাতনি ও অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন। রোববার (২৩ নভেম্বর) সকাল ৭টায় কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে; এরপর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা নেছারিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
মাওলানা নূর মোহাম্মদ খান একটি ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নিজ বাড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং দেশের বিভিন্ন অঞ্চলে এমপিওভুক্ত আলিয়া মাদ্রাসা স্থাপন করেছেন। তিনি একজন প্রখ্যাত আলেম, লেখক, সাহিত্যিক ও শিক্ষাবিদ ছিলেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে বোর্ড অফ গভর্নর এবং হেড এক্সামিনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, জমিয়াতুল মোদারেসিন, বাংলাদেশ কাজী এসোসিয়েশন ও রাবেতা আল-আলম আল-ইসলামীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বিদেশ সফরের মাধ্যমে তিনি দেশের সমস্যাগুলো তুলে ধরেছেন।
অবসরের পর ১নং মাধবখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং চৈতা নেছারিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে মানবসেবায় নিবেদিত জীবন কাটিয়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply