লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলোচিত ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ ফয়েজ মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বৃহস্পতিবার (৯-অক্টোবর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ফেনী জেলার দাগনভূঁইয়া থানার জিরো পয়েন্ট এলাকায় র্যাব-৯, সিপিসি৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র্যাব-৭ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ ফয়েজ মিয়া (৩০), পিতা- ইছব আলী, সাং- এক্তিয়ারপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ। ঘটনার সূত্রপাত হয় গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। ভিকটিম মাধবপুর থানার ঠাকুরবাড়ি এক্তিয়ারপুর এলাকার বাসিন্দা। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
ওইদিন রাতে পারিবারিক কারণে মায়ের সঙ্গে মনোমালিন্য হলে তিনি অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে নিকটবর্তী এক্তিয়ারপুর বাজারে যান। সেখানে গ্রামের সম্পর্কে এক চাচার সঙ্গে দেখা হলে তিনি তাকে এত রাতে বাইরে থাকার কারণ জানতে চান এবং বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। পথে তাদের একই এলাকার ফয়েজ মিয়ার সঙ্গে দেখা হলে, ফয়েজও একই পথে যাওয়ার অজুহাতে সঙ্গে যেতে বলে। কিছুদূর যাওয়ার পর ফয়েজ মিয়া ভিকটিমকে জোরপূর্বক পার্শ্ববর্তী জনৈক মহিবুলের পুকুরপাড়ে একটি গোয়াল ঘরে নিয়ে যায় এবং ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে ভিকটিমকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।
পরে ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি মামলা দায়ের করেন।
মামলার পর আসামী পলাতক থাকায় র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯, সিপিসি ৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এবং র্যাব-৭ এর যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফেনীর দাগনভূঁইয়া থানার জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে এবং আসামী ফয়েজ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Leave a Reply