 
																
								
                                    
									
                                 
							
							 
                    ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, শুক্রবার: ঢাকায় বছরের সবচেয়ে বড় সনিপণ্যের প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর পাঁচ তারকা হোটেলইন্টারকন্টিনেন্টাল ঢাকায়। সনি এক্সপো ২০২৫ সর্বসাধারণের জন্যউন্মুক্ত, মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারজাত হওয়া সনি’র সকল সর্বশেষ মডেলের টিভি – ব্রাভিয়াফাইভ, ব্রাভিয়া টু মার্ক টু, কিউ–ডি ওলেড এইট মার্ক টু, সাউন্ড বার – ব্রাভিয়া থিয়েটার সিস্টেম সিক্স, ব্রাভিয়া থিয়েটার বার সিক্স, সাউন্ডসিস্টেম – আল্ট ফিল্ড থ্রি, ফিল্ড ফাইভ ও আল্ট মাইক এবং নতুনমডেলের এএনসেভেন নেকবেন্ড হেডফোন এর প্রদর্শনী, এক্সপেরিয়েন্সএবং ক্রয়ের বিশেষ সুযোগ। এই মেলা থেকে পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারাপাচ্ছেন সবচেয়ে সুলভ মূল্য, সাথে লেটেস্ট মডেলের সাউন্ড সিস্টেম – বারসিক্স, লেটেস্ট মডেলের হেডফোন – এএনসেভেন নেকবেন্ড, স্মার্টএন্ড্রয়েড এয়ার মাউসসহ বাহারি উপহার জেতার সুযোগ। শুক্রবারসকাল থেকে শুরু হওয়া সনি এক্সপো ২০২৫ শেষ হবে শনিবার রাতে, প্রতিদিন খোলা থাকছে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সনি পণ্যের প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশে জাপানেরবিশ্বখ্যাত ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বিপণনকারী প্রতিষ্ঠানসনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি–স্মার্ট নামে।
শুক্রবার সকালে কেক কেটে যৌথভাবে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনকরেন আরএমডিসি সনি সাউথ ইষ্ট এশিয়ার প্রেসিডেন্ট বে জি হুন এবংস্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদজহিরুল ইসলাম। এসময় সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখারপ্রধান রিকি লুকাস, সনি–স্মার্টের পরিচালক মো. তানভীর হোসেন, হেডঅব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অবমার্কেটিং ও উপ–মহাব্যবস্থাপক আজাদ রহমান সহ বিভিন্ন গণমাধ্যমেরপ্রতিনিধিবৃন্দ এবং সনি–স্মার্টের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্টটেকনোলজিস (বিডি) লিমিটেড। দেশের বাজারে বিশ্বের প্রায় ১০০টিরওঅধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারীপ্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবাবাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধহয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
সর্বদা জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইনকেয়ার আর জেনুইন প্যাশনের নিশ্চয়তা প্রদান করে ইতোমধ্যে দেশেরইলেকট্রনিকস ক্রেতাদের অন্যতম একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবেজায়গা করে নিয়েছে সনি–স্মার্ট। বর্তমানে সারা দেশে ৩০টি নিজস্বশোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশিআইটি পার্টনারদের মাধ্যমে জি–ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহকরছে সনি–স্মার্ট।
 
                                 
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply