লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫-সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকারও বেশি। বিজিবি আরও জানায়, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা চালাচ্ছিল। তবে বিজিবির সতর্ক অভিযানে তা ব্যর্থ হয়। আটককৃত ট্রাক ও জব্দকৃত পণ্য দেশের বিভিন্নস্থানে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, চোরাকারবারীরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবি কঠোর অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধ করছে এবং করবে। দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় নজরদারি বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৮ কোটি ৭৭ লাখ টাকার অধিক মূল্যের ভারতীয় পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।
Leave a Reply