দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসি নতুন একটি সহযোগী কোম্পানি (Subsidiary Company) প্রতিষ্ঠা করবে। কোম্পানিটির নাম হবে- সিটি ক্রেডিট ব্যুরো।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পরিষদের ৬৮৮তম পর্ষদ সভায় সহযোগী কোম্পানি প্রতিষ্ঠার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিটি ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সিটি ক্রেডিট ব্যুরোর পরিশোধিত মূলধন কত হবে এবং সেটি ব্যাংকটির শতভাগ মালিকানার হবে কি-না সে সম্পর্কে কিছু জানা যায়নি। ব্যাংকটির প্রকাশিত একটি মূল্য সংবেদনশীল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই সহযোগী কোম্পানি প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে ব্যাংকের প্রবৃদ্ধিকে সহায়তা দিয়ে যাওয়া। চূড়ান্ত অনুমোদন পেয়ে কার্যক্রম শুরু করলে সিটি ব্যাংক হবে দেশের প্রথম ব্যাংক যাদের একটি ক্রেডিট ব্যুরো থাকবে।
উল্লেখ, চলতি মাসে বাংলাদেশ ব্যাংক পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানকে ক্রেডিট ব্যুরো প্রতিষ্ঠার প্রাথমিক অনুমতি দিয়েছে, যার মধ্যে সিটি ব্যাংকও রয়েছে। অপর প্রতিষ্ঠান দুটি হচ্ছে- মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের বিকাশ ক্রেডিট ব্যুরো, ক্রেডিট ইনফো বিডি, ফার্স্ট ন্যাশনাল ক্রেডিট ব্যুরো ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সইউনিয়ন। দেশে বেসরকারি খাতে ক্রেডিট ব্যুরো প্রতিষ্ঠার অনুমতি এটিই প্রথম। বর্তমানে শুধু কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত একটি বিভাগ রয়েছে, যার নাম ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)। এ বিভাগ দেশের সব তফসিলি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ঋণগ্রহীতাদের ঋণের তথ্য সংরক্ষণ করে। আইন অনুসারে, কোনো ব্যাংক্তি বা প্রতিষ্ঠান ঋণ খেলাপী হলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নতুন করে ঋণ সুবিধা পায় না। এ কারণে ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণ সংক্রান্ত প্রতিবেদন ও ছাড়পত্র নিতে হয় সংশ্লিষ্ট ঋণদাতা প্রতিষ্ঠান তথা ব্যাংক ও এনবিএফআই কে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply