শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি কমিউনিটি ব্যাংক ও উইগ্রো টেকনোলজিসের মধ্যে কৃষি সেবায় ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষর ওমরাহ ভিসা নিয়ে নতুন নিয়ম জারি সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ যৌথ বাহিনীর পরিচালিত অভিযানে সারাদেশে আটক ১৪৯ জন খাগড়াছড়ির গুইমারায় নিরীহ ৩ নাগরিককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ লভ্যাংশ ঘোষণা একমি পেস্টিসাইডসের লভ্যাংশ ঘোষণা এশিয়াটিক ল্যাবরেটরিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ ইস্টার্ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ ন্যাশনাল ব্যাংকের

আনুতিন চার্নভিরাকুল হলেন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

থাইল্যান্ডের পার্লামেন্টে ভুমজাইথাই পার্টির নেতা আনুতিন চার্নভিরাকুল দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী আনুতিন চার্নভিরাকুলকে একসময় রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছিল। ৫৮ বছর বয়সী এই রক্ষণশীল রাজনীতিবিদ, যিনি ২০২২ সালে থাইল্যান্ডে গাঁজাকে বৈধতা দেওয়ার পক্ষে ছিলেন, গত সপ্তাহে আদালতের আদেশে ক্ষমতাচ্যুত পায়েতংতার্ন সিনাওয়াত্রার স্থলাভিষিক্ত হতে পার্লামেন্টের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

তবে আনুতিনের এই প্রধানমন্ত্রিত্ব স্বল্পস্থায়ী হতে পারে। বিরোধী দল পিপলস পার্টির সমর্থন তার জয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং তাদের প্রধান শর্ত ছিল যে চার মাসের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে।

পায়েতংতার্ন সিনাওয়াত্রা হলেন সাবেক প্রধানমন্ত্রী এবং টেলিকম বিলিওনিয়ার থাকসিন সিনাওয়াত্রার মেয়ে, যার পরিবার দুই দশক ধরে থাইল্যান্ডের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছিল, কিন্তু এখন তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

আনুতিন চার্নভিরাকুল নিজেও আরেকটি রাজনৈতিক ও ব্যবসায়িক রাজবংশের উত্তরসূরি। তার বাবা ২০০৮ সালের রাজনৈতিক সংকটের সময় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন এবং পরে তিন বছর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তাদের পারিবারিক সৌভাগ্য মূলত সিনো-থাই ইঞ্জিনিয়ারিং নামে একটি নির্মাণ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানটি কয়েক দশক ধরে লাভজনক সরকারি চুক্তি পেয়ে আসছে, যার মধ্যে রয়েছে রাজধানীর প্রধান বিমানবন্দর এবং পার্লামেন্ট ভবন নির্মাণের চুক্তি।

নিউ ইয়র্কে প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিল্প প্রকৌশলী আনুতিন ত্রিশ বছর বয়সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। পরে তিনি স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

থাই ভাষায় ‘নূ’ (যার অর্থ ইঁদুর) ডাকনামে পরিচিত আনুতিন, তার বিশাল ধন-সম্পদ থাকা সত্ত্বেও নিজেকে সাধারণ মানুষের মতো করে উপস্থাপন করেন এবং থাই স্ট্রিট ফুডের প্রতি তার যথেষ্ট আগ্রহ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে কড়াইতে রান্নাবান্না করতে এবং স্যাক্সোফোন বা পিয়ানোতে ১৯৮০’র দশকের থাই পপ গান পরিবেশন করতে দেখা যায়।

একসময় থাকসিনের দল ‘থাই রাক থাই’-এর একজন পদাধিকারী ছিলেন আনুতিন। ২০০৭ সালে দলটি ভেঙে গেলে তাকে পাঁচ বছরের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়।

রাজনৈতিক কাজ থেকে বিরত থাকায় তিনি তার অবসর সময় উড়তে শেখার কাজে লাগান – একটি ছোট ব্যক্তিগত বিমানের বহর তৈরি করেন, যা তিনি অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে এবং দান করা অঙ্গ-প্রত্যঙ্গ পৌঁছে দিতে ব্যবহার করতেন।

আনুতিন পরে মধ্য-ডানপন্থী দল ‘ভুমজাইথাই’-এর নেতা হিসেবে রাজনীতিতে ফিরে আসেন। ২০২৩ সালের সাধারণ নির্বাচনে তৃতীয় স্থান অর্জন করা তাদের সেরা ফল ছিল।

এই দলটি রাজনৈতিক গিরগিটির মতো বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি জোটের অংশ হয়েছে। আনুতিন থাইল্যান্ডের সর্বশেষ তিনজন প্রধানমন্ত্রীর একজন যারা উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সামরিক-নেতৃত্বাধীন সরকারের অধীনে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কোভিড-১৯ মহামারীর প্রতি পর্যটন-নির্ভর থাইল্যান্ডের সাড়া প্রদান ব্যবস্থাপনার জন্য আনুতিন আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তীব্র সমালোচনামূলক মন্তব্যে মাস্ক পরতে অস্বীকার করে ভাইরাস ছড়ানোর জন্য পশ্চিমা দেশগুলোর নাগরিকদের অভিযুক্ত করেন। পরে অবশ্য তিনি তার অবস্থান থেকে সরে এসে ক্ষমা চাইতে বাধ্য হন। অনেক থাই নাগরিক এখনো তার মহামারী ব্যবস্থাপনার বিষয়ে বিভক্ত।

২০২৩ সালে ‘ভুমজাইথাই’ থাকসিনের ‘ফিউ থাই’ দলের সঙ্গে জোট গঠন করে, কিন্তু প্রগতিশীল ‘মুভ ফরোয়ার্ড’ দলের সাথে মিত্রতা করতে অস্বীকৃতি জানায় – যে দলটিকে পরে ভেঙে দেওয়া হয়েছিল এবং যার উত্তরসূরি ‘পিপলস পার্টি’ তাকে শুক্রবার সমর্থন দিয়েছে।

‘ভুমজাইথাই’ থাইল্যান্ডের রাজতন্ত্রের অবমাননার কঠোর আইন শিথিল করার বিরোধিতা করেছে, যা অনেকের কাছে তাদের রক্ষণশীল মনোভাবের প্রমাণ।

কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসেবে গাঁজা বৈধ করার নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষা করে আনুতিন আন্তর্জাতিক সংবাদের শিরোনাম হন।

কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী পায়েতংতার্নের মধ্যে একটি সীমান্ত বিরোধ নিয়ে ফাঁস হওয়া টেলিফোন কলের পর আনুতিন জুনে জোট থেকে ‘ভুমজাইথাই’-কে সরিয়ে নেন। তবে এখন আনুতিনকে এই ধরনের রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS