সিলেট প্রতিনিধি: সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসির) বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ শেখ নাহিদ নিয়াজের তেলবাজি নিয়ে ধু¤্র ঝাল সৃষ্টি হয়েছে সিলেট জুড়ে। সিলেট বিদ্বেষী ওই অধ্যক্ষ আওয়ামীলীগ পস্থি আওয়ামীলীগ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমানের সঙ্গে কর্মক্ষেত্রের দোহাই দিয়ে কোটি-কোটি টাকা অবৈধ ভাবে কামাই করার অভিযোগ রয়েছে।
আওয়ামীলীগ সরকার পতনের পর কর্মক্ষেত্রে থেকে নিজে টিটিসির ক্যাম্পাসে থাকা বঙ্গবন্ধুর পথিক ছবি ভেঙ্গে দিয়ে দুধে দোয়া, সাধু বাবা সেজে নতুন আশ্রয়ের স্থল হিসেবে বেছে নিয়েছেন জামায়াতের ছত্র-ছায়ায়। সময়ের পরিবর্তনে ওই অধ্যক্ষ চেয়ার টিকে রাখতে কখনও প্রশাসিক কর্মকর্তা, কখনও মন্ত্রণালয়ের সচিব, উদেষ্টাদের সচিব দের ফুল দিয়ে তেলবাজি করতে দেখা যায়।
অথচ সিলেট টিটিসির অধ্যক্ষ নাহিদ নিয়াজ আওয়ামীলীগ সরকারের আমলে নানা কৌশলে দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠেছেন। প্রকৃতির কন্যা সিলেট যেন অধ্যক্ষ সহ তার কয়েজন সহযোগী সিলেটের কালচার ও চলা ফেরা, প্রবাসী পরিবারের বিদ্বেষী হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম যোগদানের পর টিটিসির পক্ষ থেকে ফুল দিয়ে তেল বাজিতে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে,বিতর্কিত করে তুলেছেন ক্লিন ইমেইজের সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে।
Design & Developed By: ECONOMIC NEWS