বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)- মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০০১’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৬৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স এর সুপারিশসমূহ বিবেচনায় নিয়ে এবং বিনিয়োগকারী ও ইউনিটহোল্ডারদের স্বার্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন করা হয়েছে।
বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও মিউচ্যুয়াল ফান্ডের সুশাসন নিশ্চিত করতে এই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে। এছাড়াও, মিউচ্যুয়াল ফান্ড খাত সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ—যেমন: ট্রাস্টি, হেফাজতকারি ও সম্পদ ব্যবস্থাপক—এর দায়িত্ব ও কর্তব্যের বিষয়েও এই খসড়ায় গুরুত্ব দেয়া হয়েছে।
এখন এই খসড়া বিধিমালাটি জনমত যাচাইয়ের লক্ষ্যে বিএসইসি’র ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS