শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও যুব সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাজারে নাগরিক দলের শ্রদ্ধা এবং বিএনপির র‌্যালি অনুষ্ঠিত ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত চব্বিশ এবং একাত্তরের অপরাধীরা নির্বাচন চায় না : মোমিন মেহেদী জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর আত্মপ্রকাশের ঘোষণা দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে “নাগরিক নিরাপত্তা ও আগামী নির্বাচনের গুরুত্ব” শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত আজ ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল টিউবস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে আল-আমিন কেমিক্যাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ফাইন ফুডস

ক্যারিয়ারের সবচেয়ে বড় হারে কাঁদলেন নেইমার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ব্রাজিলের সবচেয়ে সফল ক্লাবগুলোর একটি সান্তোস। এই ক্লাবের হয়ে খেলেছেন ‘সর্বকালের সেরা’ হিসেবে পরিচিত পেলে। নেইমার-রদ্রিগোদের উত্থানও এই ক্লাবেই। গত কয়েক বছর ধরে ভুগছে সান্তোস। মাঝে একবার তো শীর্ষ লিগ থেকে অবনমিত হয়ে যেতেও হয়েছিল। কিন্তু গত জানুয়ারিতে নেইমার ফেরার পর আশায় বুক বেঁধেছিল সমর্থকরা। আর শৈশবের ক্লাবটির হয়েই ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের মুখ দেখলেন এই সুপারস্টার, সেটাও আবার রেলিগেশন অঞ্চলে ঘোরাফেরা করা ক্লাবের কাছে!

গতকাল (১৭ আগস্ট) রাতে ব্রাজিলিয়ান সিরি আ’য় মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা সান্তোস ও ভাস্কো দা গামা। ম্যাচটা সান্তোস হেরে গেছে ৬-০ গোলে। নেইমারের এক সময়ের জাতীয় দলের সতীর্থ কৌতিনিয়ো জোড়া গোল করে দা গামার জয়ে বড় অবদান রেখেছেন। ম্যাচে নেইমার মোটামুটি ভালো খেলেও দলের বড় হার ঠেকাতে পারেননি।

জাতীয় দল বা ক্লাব পর্যায়ে এটিই নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে ব্রাজিল হেরে গেলেও ইনজুরির কারণে সেই ম্যাচে দলে ছিলেন না নেইমার।

সান্তোসের এমন লজ্জাজনক হার মেনে নিতে পারেননি নেইমার। মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। 

এই ম্যাচের আগে ভাস্কো দা গামা রেলিগেশন জোনে অবস্থান করছিল। সান্তোসকে হারিয়ে ১৮ ম্যাচ শেষে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে। রেলিগেশনে থাকা ভিতোরিয়ার পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে। আর নেইমারের দল এক ম্যাচ বেশি খেলে রেলিগেশন জোনের থেকে মাত্র ২ পয়েন্ট ওপরে অবস্থান করছে।

নেইমারদের এমন লজ্জাজনক হারের পরপরই চাকরি হারিয়েছেন কোচ ক্লেবার জেভিয়ের। দা গামার কাছে ৬-০ গোলে হারের ঘণ্টা না পেরোতেই এই কোচকে বরখাস্ত করেছে সান্তোস।

এই ৬১ বছর বয়সী গত এপ্রিলে সান্তোসের প্রধান কোচ হন। এর আগে তিনি পালমেইরাস ও ফ্লামেঙ্গোর মতো ক্লাবের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘সান্তোস ফুটবল ক্লাব কোচ ক্লেবার জেভিয়েরের বিদায় ঘোষণা করছে। ক্লাব তার সেবার জন্য কৃতজ্ঞ এবং তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাচ্ছে।’

গত নভেম্বরে সিরি আ’য় প্রমোশন পাওয়া সান্তোস কোচ জেভিয়েরের বিদায়ে নতুন করে বিপদে পড়ল। এক মৌসুম আগে ক্লাবটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো সিরি আ’ থেকে অবনমিত হয়ে গিয়েছিল।

গত জানুয়ারিতে আল হিলাল থেকে সান্তোসে ফেরা নেইমার দলের এমন লজ্জাজনক হারে ভীষণ লজ্জিত।  দা গামার কাছে পরাজয়ের পর দলের পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেছেন তিনি।  ব্রাজিলিয়ান গণমাধ্যমকে এই ৩৩ বছর বয়সী বলেন, ‘আমরা মাঠে যে মানসিকতা নিয়ে খেলেছি, সেটা ব্যাখ্যা করতে হবে। এক কথায় বলতে গেলে, এটা ভয়ঙ্কর ছিল।’

তিনি আরও বলেন, ‘সান্তোসের জার্সি গায়ে এভাবে খেলা সত্যিই লজ্জার। আমি মনে করি, আজ প্রত্যেকেরই বাড়ি গিয়ে মাথা বালিশে রেখে ভাবা উচিত, তারা আসলে কী করতে চায়। কারণ আজকের মতো মানসিকতা নিয়ে যদি মাঠে নামতে হয়, তাহলে আমি মনে করি আমাদের বুধবার মাঠে নামারই দরকার নেই।’

আগামী ২৪ আগস্ট সান্তোস চতুর্থ স্থানে থাকা বাহিয়ার বিপক্ষে খেলতে নামবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS