হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পুলিশের হাতে আ: ছাত্তার (৪৫) নামে হত্যা ও ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৮-জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা পুলিশের সহায়তায় বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আওলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ছাত্তার মিয়াকে গ্রেফতার করেন।
সে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর পুত্র।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আ: ছাত্তার গত ২৭ এপ্রিল বিষ্ণুপুর গ্রামে কুম্ভমেলায় সংগঠিত হোসেন আলী হত্যা মামলার দুই নাম্বার এজাহার ভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতিসহ আটটি মামলা রয়েছে।
                                
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply