স্লোভাকিয়া হয়ে ইউক্রেনে পৌঁছেছে ইতালির পাঠানো ৪৫ টি বিশেষায়িত অগ্নিনির্বাপণ গাড়ি। খবরে ইউরোপিয়ান কমিশন।
জানা গেছে, গতকাল (৪ মে) সন্ধ্যায় মালবাহী ট্রেনে করে ফায়ার ট্রাকগুলো স্লোভাকিয়ায় পৌঁছেছে। সেখান থেকে ট্রাকগুলো ইউক্রেনের স্থানীয় সরকারের কাছে তা হস্তান্তর করা হয়েছে। ট্রাকগুলো খালাসে স্থানীয় প্রশাসনের সাথে সেখানের ফায়ার ব্রিগ্রেড বাহিনীও উপস্থিত ছিল। এর আগে ইতালির দমকল কর্মকর্তারা ইউক্রেনের ফায়ার ইউনিটের সতীর্থদের সাথে দমকলবাহনগুলোর কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করে।
ইউরোপ কমিশন বলছে, গতকাল ছিল ‘ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে’। এ দিনটিতে ইইউ তাদের গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছে যারা ইউক্রেন ও ইউরোপজুড়ে প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে।
মূলতঃ ইউক্রেনের প্রতি সংহতি দেখাতেই ইতালি যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনকে বিশেষায়িত ৪৫ টি অগ্নিনির্বাপণ গাড়ি সরবরাহ করে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply