খাদ্য সামগ্রীর মধ্যেই ওষুধের চরম সঙ্কট মোকাবিলা করছে এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। দেশটিকে ৮৫ শতাংশ ওষুধই বাইরে থেকে আমদানি করতে হয়। বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত রিজার্ভ না থাকায় ওষুধ আনতে পারছে না। এ সময় বাংলাদেশ ওষুধ সামগ্রী দিয়ে দেশটিকে সহায়তা করবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক এই ওষুধ সামগ্রী হস্তান্তর করা হবে।
সূত্র জানায়, চরম অর্থনৈতিক মন্দায় পড়েছে শ্রীলঙ্কা। খাদ্য সামগ্রীর পাশাপাশি ওষুধের চরম সঙ্কট মোকাবিলা করছে দেশটি। সেখানে ওষুধের জন্য ফার্মেসি থেকে ফার্মেসিতে ঘুরছেন অনেকেই। বহু ফার্মেসি ঘুরেও অনেকেই জরুরি ওষুধ জোগাড় করতে পারছেন না।
বৈদেশিক মুদ্রার অভাবে ওষুধের মতো জীবন রক্ষাকারী পণ্য আমদানি করতে পারছে না দেশটি। সবচেয়ে বেশি রুগ্ন হয়ে পড়েছে লঙ্কার স্বাস্থ্যখাত। প্রয়োজনীয় অনেক ওষুধ ফুরিয়ে গেছে সেখানে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply