আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সেখানেই কাটছে তাঁর এবারের ঈদ। সেখান থেকেই সবার জন্য পাঠিয়েছেন ঈদের শুভেচ্ছা বার্তা। তবে পরিবারের সঙ্গে ঈদ করতে না পারার আক্ষেপও রয়েছে তাঁর কণ্ঠে। এছাড়া নিজের ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে ছবি আপলোড করে মোস্তাফিজ লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা।’
দিল্লি ক্যাপিট্যালসের হয়ে আইপিএল খেলতে মার্চের শেষ দিকেই ভারত চলে গিয়েছিলেন মোস্তাফিজ। সেখান থেকেই সবার জন্য পাঠিয়েছেন ঈদের শুভেচ্ছাবার্তা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিল্লির অফিসিয়াল পেজে আপলোড করা ভিডিওতে মোস্তাফিজ বলেছেন, ‘ঈদুল ফিতর আপনাদের জীবনে সুখ-শান্তি বয়ে নিয়ে আসুক, ঈদ মোবারক। সাধারণত ঈদে আমরা চার ভাই একসঙ্গে বাড়িতে থাকা হয়। আমার বন্ধুরাও থাকে, কাজিনরা থাকে। সবাই মিলেই ঈদটা কাটাই। এই বছর পারছি না।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply