৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা। এই উপলক্ষে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), যেখানে আছে একাধিক চমক।
দিমুথ করুনারত্নের নেতৃত্বাধীন এই স্কোয়াডে জায়গা পাননি কামিন্দু মেন্ডিস। শ্রীলঙ্কার চারদিনের টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরারের জায়গা না পাওয়াটা বিস্ময়ই বটে। এছাড়া ভারত সফরের দলে থাকা দুই ক্রিকেটার লাহিরু থিরিমান্নে ও চারিথ আসালঙ্কা জায়গা পাননি।
২৩ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন রোশেন সিলভা ও ওশাদা ফার্নান্দোও। এই প্রাথমিক স্কোয়াড থেকে পরবর্তীতে ১৮ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করা হবে। এই সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৫ মে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সেই ম্যাচটি। এরপর ২৩ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। এই দুটি টেস্ট খেলার আগে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ১১ ও ১২ মে দুই দিনের ম্যাচের মাধ্যমে প্রস্তুতি সারবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় চলমান অস্থিরতার কারণে টেস্ট সিরিজটি হবে কি হবে না তা নিয়ে কিছুটা শঙ্কা ছিল।
সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। নানান দেশের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েছে দেশটি। অর্থনৈতিক অবস্থা এতোটাই খারাপ যে দেশটি এখন দেউলিয়া হওয়ার পথে। এমন অবস্থায়ও বাংলাদেশ সফর বহাল রাখছে শ্রীলঙ্কা।
একনজরে শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড- দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিল মিশারা, কুশল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ শিরাজ, প্রবীণ জয়াউইকরামা, লাসিথ এম্বুলদেনিয়া, জেফরে ভেন্ডারসে, লাকশিথা মুনাসিংহ্যাঁ ও সুমিন্দা লক্ষণ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply