কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৮ জুলাই ২০২৪ সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় উলিপুর থানাধীন বজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর বজরা পূর্বপাড়া এলাকা থেকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা এলাকার মাদক কারবারি মোঃ মফিকুল ইসলাম (৪৫), ও মোঃ মমিনুল ইসলাম (৩২) দ্বয়কে বডিতে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply