শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় জেলা ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৭৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৬৯ Time View

গাইবান্ধায় পুলিশের ওপর হামলা, আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় জেলা ছাত্রদল সভাপতি জাকারিয়া আলম জীমসহ ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুলাই) গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৭ জুলাই কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ১ নম্বর রেলগেটে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ এবং নাম না জানাা ৩০০-৪০০ জনের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।

এছাড়া, গত ১৯ জুলাই দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ছাকা বাদী হয়ে ৭০ জনের নাম উল্লেখ এবং নাম না জানা আরও ২০০-২৫০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।

একইদিন, শহরের রেল স্টেশনে হামলা ও ভাঙচুর করে আন্দোলনকারীরা। এ ঘটনায় সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে পুলিশ ১৫০-২০০ জনকে নাম না জানা আসামি করে নাশকতার মামলা করে। 

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্শেদ হাবিব সোহেল বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় ছাত্রদল সভাপতি জাকারিয়া আলম জিম ও শহর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুর রহমান রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পর্যন্ত বিএনপির প্রায় ৮০ জনের বেশি নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে ঘর ছেড়েছেন অসংখ্য নেতাকর্মী।’ 

বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ‌‘আসামি শনাক্তের কাজ চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’ 

যুবদল সভাপতি জাকারিয়া আলম জিমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘এখন পর্যন্ত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS