বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

গার্মেন্টস পণ্য রপ্তানিতে পূর্বের প্রণোদনার হার বহাল করে সেই অর্থে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আজ ১১ জুলাই ২০২৪ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটে ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয় ৭৮/এ, পুরানা পল্টন লেন (নীচ তলা), বিজয়নগর, ঢাকায় গার্মেন্টস, টেক্সটাইল, নিটিং এবং লেদার সহ অন্যান্য পণ্য রপ্তানিতে সরকার প্রদেয় প্রণোদনা কর্তনের সিদ্ধান্ত বাতিল করে পূর্বের প্রণোদনার হার বহাল এবং প্রণোদনার অর্থ দিয়ে বর্তমান উর্ধ্বমূল্যের বাজারের সাথে সমন্বয় ঘটিয়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা অথবা ভর্তুকি দিয়ে শ্রমিকদের জন্য পুলিশী রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, সব ধরনের রপ্তানিতে দ্বিতীয়বারের নগদ সহায়তা কমিয়ে গত ৩০ জুন প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে তৈরি পোশাক, চামড়া, পাট, কৃষিসহ ৪৩ খাতে নগদ সহায়তা কমবে রপ্তানিকারকদের। গত ৩০ জুন কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে প্রণোদনা হ্রাসের এ সিদ্ধান্ত জানানো হয়। সার্কুলার অনুযায়ী, আর্থিক পরিমাণের দিক থেকে সর্বাধিক প্রণোদনা পাওয়া তৈরি পোশাক খাতের (আরএমজি) জন্য বিশেষ প্রণোদনার হার শূন্য দশমিক ৫০ শতাংশ (০.৫) থেকে কমিয়ে শূন্য দশমিক ৩০ শতাংশ (০.৩) করা হয়েছে। এলডিসি গ্রাজুয়েশনের আরও সময় বাকি থাকতে থাকতেই—দেশের অর্থনীতির বর্তমান সংকটের সময়ে প্রণোদনা হ্রাসের এই সিদ্ধান্তটি সঠিক হয়নি বলে আমরা মনে করি। দুই দফায় প্রণোদনা কর্তনের ফলে আগামী দিনগুলোতে রপ্তানি কমে যাবার আশঙ্কা রয়েছে। রপ্তানি কমে গেলে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে, কর্ম হারাবে হাজারো পোশাক শ্রমিক। তাই অনতিবিলম্বে বাংলাদেশ ব্যাংকের জারি করা এই সার্কুলার নং—১২ প্রত্যাহার করে নগদ প্রণোদনা আগের অবস্থায় আনার জোর দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, ছেলেমেয়ের লেখাপড়াসহ জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে বৃদ্ধি পাওয়া, শ্রমিক শ্রেণীর জীবনযাপনে সামাজিক মূল্যবোধ ধরে রাখতে না পারা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের অনুপস্থিতির পরিণতির ফলে সকল শ্রমিকেরা আজ তাদের মৌলিক ন্যায্য অধিকার হতে বঞ্চিত। বৈষম্য দূর করার লক্ষ্যে সরকার প্রদেয় প্রণোদনা কর্তনের সিদ্ধান্ত বাতিল করে পূর্বের প্রণোদনার হার বহাল রেখে প্রণোদনার অর্থ দিয়ে বর্তমান উর্ধ্বমূল্যের বাজারের সাথে সমন্বয় ঘটিয়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা করা অথবা ভর্তুকি দিয়ে শ্রমিকদের জন্য পুলিশী রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে মোসা. সাবিনা, রুমা, মো. আশরাফ, লিমা সহ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS