করোনা ভাইরাসের বৈশ্বিক সংক্রমণের কারণে ভ্রমণ সীমাবদ্ধতা থাকায় দ্বিপাক্ষিক সিরিজগুলোতে নিরপেক্ষ আম্পায়ারের নিয়ম তুলে দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
যদিও স্থানীয় আম্পায়াররা অনেক সিরিজেই বিতর্কিত সব সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। চলতি দক্ষিণ আফ্রিকা সফরে স্থানীয় আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বলি হতে হয়েছে টাইগারদের। এমন অবস্থায় নিরপেক্ষ আম্পায়ার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশেষে তার দাবি পূরণ হয়েছে।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, প্রতি টেস্টে একজন করে নিরপেক্ষ ও স্থানীয় আম্পায়ার মাঠে দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে টিভি আম্পায়ারও থাকবেন নিরপেক্ষ। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন স্থানীয় কেউ। ম্যাচ রেফারিরও দায়িত্ব পালন করবেন নিরপেক্ষ একজন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যথারীতি থাকছেন স্থানীয় আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। আইসিসির বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply