শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

ভূয়া ফেসবুক পেইজে বৈচিত্র্যময় সিলেটের সম্পাদকের নাম্বার ব্যবহার ও বিভ্রান্তমূলক পোস্ট, থানায় জিডি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৫৬ Time View

সিলেটে প্রতিনিধি: সিলেটের বহুল পাঠক প্রিয় সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদকের মোবাইল নাম্বার ব্যবহার করে বিভ্রান্তমূলক পোস্ট করে যাচ্ছে একটি সাইবার অপরাধী চক্র। সম্প্রতি গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া (দৈনিক লক্ষণাবন্দের সময়) নামের একটি ফেসবুক পেইজ গোটা লক্ষণাবন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকা নিয়ে নানা আপত্তিকর পোস্ট, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মানহানি ও ধর্মান্ত বিরোধী, এলাকার কিশোর-কিশোরী, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে নানা বিভ্রান্তমূলত তথ্য প্রদান করে দেশ-বিদেশে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

২৯ এপ্রিল ২০২৪ইং তারিখে  রাত অনুমান ১২.৩০ মিনিটে একটি সাইবার অপরাধী চক্র সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া (দৈনিক লক্ষণাবন্দের সময়) নামক ফেসবুক পেইজে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটে পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন এর ব্যক্তিগত মোবাইল নাম্বার : ০১৭১২-৯৭৯৭২৬ ব্যবহার করে উক্ত ফেসবুক পেইজে সকল পোস্ট সংক্রান্ত ওই নাম্বারের সাথে যোগাযোগ করার জন্য বিভ্রান্তমূলক পোস্ট করে থাকে পেইজ পরিচালনাকারী এডিমন। তাছাড়া সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের নাম ব্যবহার করে নানা বিভ্রান্ত মুলক তথ্য ছড়ায় এ চক্র।
২৯ এপ্রিল (সোমবার) রাত ২ টার পর থেকে দেশ-বিদেশ থেকে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটে পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন এর ব্যক্তিগত মোবাইলে ফোন আসতে থাকে উক্ত ফেসবুক পেইজে কেন? এ ধরণের ভূল বিভ্রান্ত মূলক পোস্ট করছেন, জানতে চান সচেতন মহল। পরবর্তীতে সাংবাদিক আবুল কাশেম রুমনের বিষয়টি নজরে আসলে দেখতে পান উক্ত পেইজ আইডি লিংক – https://www.facebook.com/profile.php?id=100095030550927

হতে গোঠা লক্ষণাবন্দ ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ড ও এলাকা ভিত্তিক সংঘাতপূর্ণ ও নানা ধর্মান্ত বিরোধী পোস্ট দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সাইবার অপরাধী চক্র কে বা কারা। ফেসবুক পেইজে তিনির ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যবহারের পর থেকে এলাকা তথা সোশ্যাল মিডিয়া অঙ্গনে নানা প্রশ্নের সম্মুখি হয়ে পড়েন।

উক্ত পেইজে মোবাইল নাম্বার পাওয়ার পর থেকে হামলা,মামলা,হত্যা,গুমসহ নানা হুমকি প্রদান করে আসছে সন্ত্রাসীরা। এতে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটে পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন নিরাপত্তা চেয়ে ও উক্ত পেইজে বিভ্রান্ত মুলক পোস্ট ও এডমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নিতে গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন যার নং ১২৯৭ (তারিখ-২৯/০৪/২০২৪ইং)।

এ ব্যাপারে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটে পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন এর সাথে মোবাইলে ফোনে কথা বললে তিনি জানান, ২৯ এপ্রিল (সোমবার) রাত ২ টার পর থেকে দেশ বিদেশ থেকে আমার মোবাইলে ফোন আসলে বিষয়টি নজরে আসে এবং দেখতে পান তিনির ব্যক্তিগত মোবাইল ফোন নাম্বার ব্যবহার ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে কে বা কারা, পরে সোমবার দুপুরে গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে তিনি জানান, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটে পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন নিরাপত্তা চেয়ে ও উক্ত পেইজে বিভ্রান্ত মুলক পোস্ট ও এডমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নিতে একটি সাধারণ ডায়েরি করেছেন বলে নিশ্চিত করেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS