বিসিবি গত বছরই ঘোষণা দিয়েছিলো তারা নিজস্ব টিভি চ্যানেল চালু করতে যাচ্ছে। রোববার (৩১ মার্চ) বিসিবির বার্ষিক বোর্ড সভা শেষে কয়েকটি বিষয় চূড়ান্ত হয়েছে। সেখানে এটাও জানানো হয়েছে, বিসিবির নিজস্ব টিভি চ্যানেল চালুর পরিকল্পনা।
রোববার বিকেলে বিসিবির বার্ষিক বোর্ড সভা শেষ হয়। এরপর সংবাদ সম্মেলনে কথা বলেন নাজমুল হাসান পাপন। আগামীতে বিসিবি টিভি চালুর কথা জানিয়ে পাপন বলেছেন, দেশের ঘরোয়া ক্রিকেটও দেখা যাবে এই চ্যানেলে।
বিসিবি টিভি চালুর উদ্দেশ্য ব্যাখ্যা করে পাপন বলেন, ‘বাংলাদেশে সাধারণত দুটি টিভি আমাদের খেলাগুলো দেখায়। এখন তারা যে সমস্ত খেলা দেখাবে না সেগুলো আমরা দেখাব নিজেদের টিভিতে।’
সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন বিসিবির গঠনতন্ত্রে দুটি পরিবর্তন আনা হয়েছে। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিলো, বাণিজ্যিক দিকে হাঁটতেই এই সংশোধনগুলোতে পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। তবে সভা শেষে স্পষ্ট করেই বিসিবি জানিয়েছে, ওই পথে যাচ্ছে না তারা।
এই প্রসঙ্গে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বিসিবির বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়ে ওঠার কোনো সুযোগ নেই। এটা বিভ্রান্তিকর তথ্য। ব্যাংকিং কার্যক্রমে গতিশীলতা আনতে আইনি পরামর্শ মেনেই এটা (সংশোধনী) করা হয়েছে। বিসিবি টিভি করার পরিকল্পনার কারণে বিসিবিকে আইনগত কাঠামোর মধ্যে আসতে হবে। এ জন্যই মূলত এই দুটি সংশোধনী। বিসিবির সংশোধনীতে বলা আছে, ঝুঁকিবিহীন বিনিয়োগ। এটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে।’
সংবাদ সম্মেলনে আঞ্চলিক ক্রিকেট সংস্থা নিয়েও প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবি সভাপতি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply