মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

২২% প্রবৃদ্ধি ব্র্যাক ব্যাংকের মুনাফায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৭৩ Time View
BRAC-Bank-Earnings-Disclosure-2021

মহামারির প্রভাব কাটিয়ে ২০২১ সালে শক্তিশালী আর্থিক ফলাফল অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক এককভাবে (solo/standalone) ২০২১ সালে ৫৫৫ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে, যা ২০২০ সালের তুলনায় ২২% বেশি। সহযোগী প্রতিষ্ঠানসহ সামষ্টিকভাবে (Consolidated) কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৪৬৫ কোটি টাকায়, যা পূর্ববতী বছরের তুলনায় ১৫% বেশি। ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান – বিকাশ – এর নতুন গ্রাহক নিয়ে আসা ও এমএফএস ফিনটেক খাতে মার্কেট শেয়ার প্রবৃদ্ধি অর্জনে অধিক পরিমাণ বিনিয়োগের কারণে উদ্ভুত ক্ষতির ফলে সামষ্টিকভাবে (Consolidated) ব্যাংকের কর-পরবর্তী মুনাফা কম হয়েছে।

গতকাল (৩০ মার্চ) ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ২০২১ সালের আার্থিক ফলাফল ঘোষণা করে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। স্থানীয় ও বিদেশী বিনিয়োগ বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার ও পূজিঁবাজার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ব্যাংকের সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড সিএফও এম. মাসুদ রানা এফসিএ, ডিএমডি অ্যান্ড সিওও মো: সাব্বির হোসেন, ডিএমডি অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম, হেড অব অলটারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব ট্রেজারি অ্যান্ড এফআই মো: শাহীন ইকবাল, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট আহমেদ রশীদ জয় এবং হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক ব্যাংকের আর্থিক ফলাফল, অর্জন, অগ্রগামী অবস্থান ও ভবিষ্যতের ব্যবসায়িক কৌশল তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তৃতীয় প্রান্তিকের উল্লেখযোগ্য সাফল্য

  • ২০২১ সালে এককভাবে (standalone) শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৩.৯৮ টাকা, যা ২০২০ সালে ছিল ৩.২৬ টাকা;
  • ২০২১ সালে রিটার্ন অন ইক্যুইটি ৩১ বেসিস পয়েন্ট বেড়ে ১১% এ উন্নীত হয়েছে, যা ২০২০ সালে ছিল ১০.৬৯%। এটি শেয়ারহোল্ডারদের ফান্ডের যথার্থ ব্যবহারের প্রমাণ দেয়;
  • ২০২১ সালে রিটার্ন অন অ্যাসেট বৃদ্ধি পেয়ে হয়েছে ১.৩১%, যা পূর্বের বছরে ছিল ১.১৯%; যা মোট অ্যাসেটের ভিত্তিতে অধিক মুনাফার প্রমাণ দেয়;
  • ২০২১ সালে লোন পোর্টফোলিও লক্ষ্যণীয় ১৮% প্রবৃদ্ধি অর্জন করেছে, যা একটি বড় অর্জন, কেননা ২০২০ সালে এর পূর্ববতী বছরের তুলনায় প্রবৃদ্ধি ছিল মাত্র ৩%;
  • ২০২১ সালে আমানত প্রবৃদ্ধির গতি অব্যাহত আছে। গত বছরের তুলনায় আমানতে প্রবৃদ্ধি হয়েছে ৯%। এই বৃদ্ধি গ্রাহকের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন;
  • শেয়ার প্রতি ব্যাংকের নেট অ্যাসেটস মূল্য (NAV) ২০২০ সালের ৩৩.৩৮ টাকা থেকে বেড়ে ২০২১ সালে ৩৯.০৯ টাকা হয়েছে;
  • ২০২১ সালে মোট আমানতের ৫৭% ছিল কারেন্ট অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট (CASA) – যা আগের বছরে ছিল ৫৪%। এর মাধ্যমে আমাদের স্বল্প-মূল্যের তহবিলের ভিত্তির সম্প্রসারণ এবং আর্থিক তারল্যের শক্তিশালী অবস্থানকে তুলে ধরে।
  • ২০২০ সালের তুলনায় ২০২১ সালে আয় বেড়েছে ১৫%। ঋণের ইন্টারেস্ট বেঁধে দেয়া হারের চাপ থাকা সত্ত্বেও আমানতের খরচ ও ঋণ বিতরণের কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে একটি সম্ভব হয়েছে;
  • প্রযুক্তি ও মানবসম্পদে বড় ধরনের বিনিয়োগ সত্ত্বেও ২০২০ সালের তুলনায় ২০২১ সালে পরিচালনা ব্যয় মাত্র ৬% বৃদ্ধি পেয়েছে, যা ৯% পজিটিভ JAWS প্রতিফলন বহন করে;
  • ২০২১ সালে খেলাপী ঋণের হার (এনপিএল) দাঁড়িয়েছে ৩.৯০%, যা ২০২০ সালে ছিল ২.৯৩%। মহামারীর প্রভাব ও রক্ষণশীল প্রভিশনিং এর কারণে এটি সম্ভব হয়েছে;

২০২১ সালের আর্থিক ফলাফল সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন: “ব্র্যাক ব্যাংকের অর্জিত আর্থিক ফলাফল ব্যাংকের কর্মদক্ষতা ও ঘুরে দাঁড়ানোর শক্তিমত্তার প্রতিফলন বহন করে। এতে প্রমাণ হয় যে, আমরা প্রবৃদ্ধির পথে ইতোমধ্যেই যাত্রা শুরু করেছি। আমাদের টেকসই ব্যাংকিং ও গ্রাহক অভিজ্ঞতা-ভিত্তিক ব্যবসায়িক কৌশল গ্রহণ আমাদের প্রবৃদ্ধির পথে এগিয়ে যেতে সাহায্য করেছে।”

তিনি আরও বলেন: “নানান ব্যবসায়িক চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২১ সালের এই আর্থিক ফলাফল প্রমাণ করে যে, ব্র্যাক ব্যাংক এর আর্থিক ভিত দুই বছর আগে যখন মহামারী শুরু হয়েছিল সে সময়ের চেয়ে আরও শক্তিশালী অবস্থায় আছে। আমি ব্যাংকের প্রতিভাবান সহকর্মীদের তাদের দৃঢ় মানসিকতার জন্য, পরিচালনা পর্ষদকে তাদের সময়োপযোগী দিকনির্দেশনা দেয়ার জন্য এবং বাংলাদেশ ব্যাংককে নীতিগত সহায়তা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ব্র্যাক ব্যাংক অগ্রগতির পরবর্তী ধাপে অধিষ্ঠিত হবার জন্য প্রস্তুত আছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS