শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

নেত্রকোনার পাঁচ আসনের ৪টি নৌকার

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮৩ Time View

নেত্রকোনা জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন নৌকার প্রার্থীরা। তবে নেত্রকোনা-৩ আসনে বর্তমান এমপি অসীম কুমার উকিল, দলের সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর কাছে হার মেনেছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক কার্যালয়ে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের তথ্য ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ। এ সময় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় সরকারের উপ পরিচালক (ডিএিলজি) মামুন খন্দকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে নেত্রকোনা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়মী লীগের মোশতাক আহমেদ রুহি নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ট্রাক প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ২১৯ ভোট।

নেত্রকোনা ২ (সদর-বারহাট্টা) আসনে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু পেয়েছেন ১লাখ ৫ হাজার ৩৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফ খান জয় ঈগল প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ২৮৭ ভোট।

নেত্রকোনা ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে স্বতন্ত্রপ্রার্থী এবং সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৬৭৩ ভোট। বিপরীতে নৌকা প্রতীকে অসীম কুমার উকিল পেয়েছেন ৬৯ হাজার ৪১ ভোট।

নেত্রকোনা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে আওয়ামী লীগের সাজ্জাদুল হাসান পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. লিয়াকত আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৫৯ ভোট।

অন্যদিকে নেত্রকোনা ৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগের আহমদ হোসেন ৭৯ হাজার ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির স্বতন্ত্র ট্রাক প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ২১৪ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS