দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিজয়ী হয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তিনি ২ লাখ ১৪ হাজার ভোট বেশি পেয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ভোটের ফলাফলের সর্বশেষ তথ্যে এ চিত্র দেখা যায়।
এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট। এর বিপরীতে আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শাহীন খান পেয়েছেন ৬ হাজার ৫৮৬ ভোট। আর ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ পেয়েছেন ৪ হাজার ৫৭৪ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন আখাউড়া এবং কসবা উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ২ হাজার ৫৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৮৪৭ এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৭৩৯ জন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply