দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-৬ (রাউজান) বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি ২ লাখ ২১ হাজার ৭৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী শফিউল আজম পেয়েছেন তিন হাজার ১৫২ ভোট।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শফিউল আজমের (ট্রাক) ভোটযুদ্ধ হয়। এতে নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী ২ লাখ ২১ হাজার ৭৯২ ভোট পেযে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী শফিউল আজম পেয়েছেন তিন হাজার ১৫২ ভোট।
এ ছাড়া জাতীয় পাটির প্রার্থী শফিক উল আলম (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী (সোনালী আঁশ), ইসলামী ফ্রন্ট এর প্রার্থী স.ম জাফর উল্লাহ (চেয়ার) প্রতীক নিয়ে নির্বাচন করেন।
রাউজান পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৯৫টি ভোটকেন্দ্রে ৩ লাখ ১৫ হাজার ৫৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply