রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনের ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১২৪ Time View
DUJ

২০২২-২৩ মেয়াদে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে সকাল ৯টায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সংগঠনটির মোট ভোটার ২ হাজার ৯৬৮ জন।

মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে ১৫৭টির বেশি (সকাল ১০টা পর্যন্ত)। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এছাড়া পাঁচ জন সহকারী নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন।

সকাল ৭টা থেকেই প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রার্থী ও প্রার্থীদের সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে। ভোটারদের দেখলে আন্তরিকতার সঙ্গে চাইছেন প্রার্থীর জন্য ভোট। কোনো কোনো ক্ষেত্রে ভোটারের নম্বরটি স্লিপে লিখে ভোটারকে সহযোগিতাও করছেন দ্রুত ভোটদান শেষ করতে। এছাড়া পুরো এলাকা প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ভরে গেছে।

এবারের নির্বাচনে তিনটি প্যানেলে মোট ২১টি পদের জন্য ৭১ জন প্রার্থী লড়ছেন। প্যানেল তিনটি হচ্ছে— কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান। এ তিন পরিষদে মোট প্রার্থী রয়েছে ৬১ জন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS