বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মাধবপুরে পুলিশের হাতে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার ঋণ আদায়ে ন্যাশনাল ব্যাংকের সফলতা জেএমআই এলপিজি’র এসএপি গো-লাইভ কার্যক্রম ঘোষণা এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার- ১ চুয়াডাঙ্গায় বিএডিসি ডিলারদের মাধ্যমে ইউরিয়া ও আমদানিকৃত সার সরবরাহের দাবিতে চুয়াডাঙ্গায় স্মারকলিপি প্রদান ইউনিয়ন ব্যাংক গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রতিবদ্ধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষ পূর্তিতে আইএফআইসি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালন সড়ক পরিবহনখাত সংস্কার ছাড়া সড়কে প্রাণহানি বন্ধ হবে না- যাত্রী কল্যাণ সমিতি তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে স্ট্যান্ডার্ড ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা যশোরে প্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

লেখা পাঠিয়ে পুরস্কার নিন!! আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ লেখা পাঠিয়ে পুরস্কার নিন।। আবেদন শুরু করেছেন জাগোরিক কর্তৃপক্ষ।। কুইজ ব্লগিং প্রতিযোগিতা বিভাগে আপনাকে স্বাগতম। নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শৈশবকাল-শৈশবস্মৃতি স্বরণ করে রাখার জন্য চালু করা হয়েছে জাগোরিক কুইজ প্রতিযোগিতা।

অনেক আছেন, স্মৃতিগুলো ধরে রাখতে চাইলেও কোন সুযোগ না থাকায়, নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শৈশবকাল-শৈশবস্মৃতি স্বরণ করে রাখতে পারছেন না। এজন্যই মূলত বাংলাদেশের অন্যতম ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক আপনাদের জন্য চালু করেছেন “আমার প্রতিষ্ঠান‘‘ নামক একটি বিভাগ। এখানে আপনার শিক্ষা জীবনের মধুময় স্মৃতিগুলো ধরে রাখতে পারবেন।

নিজ শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে লেখা পাঠিয়ে জিতে নিন পুরস্কার। যেখানে আপনি পড়াশোনা করছেন বা এখানো পড়াশোনা করতেছেন এমনকি শিক্ষক-শিক্ষিকারাও এই কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন।

আপনারা জেনে আনন্দিত হবেন, অনলাইন ভিত্তিক ফ্রি শিক্ষামূলক বাংলাদেশী ওয়েব সাইট জাগোরিক ডটকম।
চালু করেছেন শিক্ষামূলক ফ্রি কুইজ প্রতিযোগিতার আয়োজন।

পাঠিয়ে দিন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে। প্রকাশ করবো আমাদের কুইজ ব্লগিং এ। জিতে নিন প্রথম,দ্বিতীয়,তৃতীয়,চতুর্থ ও পশ্চম সহ মোট ১০ টি পুরস্কার ক্রেস ও টি সার্ট। এছাড়া মোট ৫০ জন বিজয়ী পাবেন আকর্ষনীয় টি সার্ট পুরস্কার।

কুইজ প্রতিযোগিতা এর জন্য যা করতে হবে-

১। বাংলায় শুদ্ধ বানান থাকতে হবে।
২। আমরা আপনার লেখা আপনার নামেই জাগোরিক এ প্রকাশ করবো
৩। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্য লেখা দিতে হবে।
৪। ইতোমধ্যে অন্য কোথাও প্রকাশিত হয়েছে বা কপিরাইট রয়েছে, এমন লেখা প্রকাশ করা হবে না।
৫। আপনার লেখাটি তথ্যবহুল হতে হবে।

৬। কোন সোর্স থেকে লেখার কোন অংশ বা তথ্য সংগ্রহ করা হলে তার নাম ও লিংক যুক্ত করতে হবে।
৭। Auto generated content বা Google Translated কনটেন্ট ব্যবহার করা যাবে না।
৮। আপনার লেখাটি যথাসম্ভব বড় (অন্ততপক্ষে ১০০০ শব্দের) করতে হবে।

লেখা পাঠিয়ে পুরস্কার নিন।। আবেদন শুরু

বিজয়ী হওয়া-

১। কুইজ প্রতিযোগিতায় যারা লেখা পাঠাবেন, তাদের সকলের লেখা একই দিনে প্রকাশ করা হবে।
২। প্রকাশের সময়কাল থেকে ৩০ দিন (৭২০ ঘন্টা) যার লেখাটি সব চেয়ে বেশি ভিজিট হবে তিনিই হবেন প্রথম বিজয়ী এবং এভাবে পরবর্তি ধাপে বাকি ৫০জন বিজয়ীদের ছবিসহ (ছবি অনুমতি সাপেক্ষে) নাম প্রকাশ করা হবে।

কুইজ এ অংশ গ্রহণের যোগ্যতা-

শুধুমাত্র জাগোরিক পরিবারের কেউ উক্ত কুইজ এ অংশ গ্রহণ করতে পারবে না। এছাড়া যেকোন ব্যক্তি উক্ত কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন। একই ডিভাইজ অথাৎ প্রতিযোগির মোবাইল, ল্যাপ্টপ, কম্পিউটার বা ট্যাপ দিয়ে বারবার ভিজিট করে ভিজিটর বাড়ানোর চেষ্টা করা হলে তার কোন প্রমান পেলে উক্ত প্রতিযোগি কুইজ প্রতিযোগিতা থেকে বাদ পরে যাবেন।

লেখা পাঠানোর ঠিকানা- jagorikQuiz@gmail.com

পুরস্কার বিতরণ-
বিজয়ী ঘোষনার পর থেকে ১০ দিনের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। যা পরবর্তিতে জাগোরিক এর নোটিশ করে জানিয়ে দিবেন। তবে কোন কারন বসত সময় পরিবর্তন করা হতে পারে।

নোট: পাঠকদের উৎসাহী করার জন্য পুরস্কার এর ব্যবস্থা চালু করা হয়েছে। তবে এই পুরস্কার কাউকে ছোট করার জন্য না। লেখকদের প্রতি জাগোরিক পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরুপ মাত্র।

লেখা পাঠানোর শেষ সময়: ২৮ জানুয়ারী ২০২৪

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS