রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

৫০ বছরের ২৯ বছরই পিছিয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ১১৩ Time View
Sheikh-Hasina

বাংলাদেশ স্বাধীনতার পরে পাঁচ দশকে যতটা এগিয়েছে, তার পুরোটাই আওয়ামী লীগের কারণে হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাকি যে ২৯ বছর অন্য দলগুলো দেশ শাসন করেছে, সেই সময়ে দেশ পিছিয়েছে।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সমাপনী উপলক্ষে আয়োজিত ‘জয় বাংলার জয়োৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

আওয়ামী লীগের নেতৃত্বে যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা ধরে রাখার প্রত্যয় জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, বাংলাদেশ নিয়ে আর কোনো খেলা কেউ খেলতে পারবে না।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আয়োজিত এই আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন সরকারপ্রধান। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে উন্নয়নের যাত্রা যদি আপনারা হিসাব করেন ৫০ বছরের মধ্যে ২৯ বছর কিন্তু উন্নয়ন হয়নি, পিছুটানা আবার পেছনে যাওয়ার সময়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন এ দেশের মানুষের জীবনে কিছুটা উন্নয়নের ছোঁয়া পায়। তারপর ২০০৯ সালে পুনরায় যখন আমরা সরকার গঠন করি, তখন থেকে এই ১৩ বছর, ১৩ বছরে যে লক্ষ্য আমরা স্থির করেছিলাম, ২০০৮-এর নির্বাচনি ইশতেহার অনুযায়ী ২০২১-এর মধ্যে বাংলাদেশ যাতে মধ্যম আয়ের দেশ হবে।’

সরকারপ্রধান বলেন, ‘মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে। সব থেকে বড় কথা, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি ঘর আজকে আমরা আলোকিত করেছি। বাংলাদেশ যে আলোর পথে যাত্রা শুরু করেছে, আমি ঘোষণা দিয়েছিলাম, আজকে আমরা ঠিকই সে আলোর পথের যাত্রা শুরু করে সমগ্র দেশের মানুষকে, তাদের প্রতিটি ঘরকে আলোকিত করার সক্ষমতা আমরা অর্জন করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নিয়ে আর কোনো খেলা কেউ খেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনও কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, তা এগিয়ে যাবে।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে যেন আর কখনও কেউ অবহেলা করতে না পারে। বাংলাদেশের মানুষ যেন বিশ্বদরবারে মাথা উঁচু করে চলতে পারে। শিক্ষায়-দীক্ষায়, বিজ্ঞান ও প্রযুক্তিজ্ঞানে সব দিক থেকে যেন আমরা এগিয়ে থাকতে পারি।’

বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করেই দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। বলেন, ‘এই এগিয়ে যাওয়া, এই গতি আমাদের ধরে রাখতে হবে।’

১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান বা তৎকালীন রেসকোর্স ময়দানে দেয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষণের কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে।

শেখ হাসিনা বলেন, ‘একটা বক্তব্যের মধ্যে তিনি জানান বাঙালির ওপর অত্যাচার-নির্যাতন, শোষণের চিত্র যেমন তুলে ধরেছিলেন, পাশাপাশি আগামী দিনে মুক্তির পথ তিনি দেখিয়েছিলেন।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ২১ বছর ধরে দেশের প্রকৃত ইতিহাসকে আড়াল করে মনগড়া ইতিহাস প্রচার করা হয় বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘ইতিহাসকে কখনও কেউ মুছে ফেলতে পারে না। আর সত্যের জয় হয়-ই। এটাকে কেউ কখনও বাধা দিয়ে থামিয়ে দিতে পারে না। আজকে সেটাই হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS