আফ্রিকার দেশ মরক্কোয় শক্তিশালী ৬.৮ মাত্রার ভূমিকম্প মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ছাড়াল। এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত লোকজনকে এসব এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হাই আটলাস পর্বতমালার দুর্গম অঞ্চলে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, রিখটারস্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৮। রাজধানী মারাকেশ থেকে ৭১ কিলোমিটর দক্ষিণ-পশ্চিমে আটলাস পর্বতমালা ছিল এ ভূমিকম্পের কেন্দ্রবিন্দু।
ভূগর্ভের ১৮.৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে।মরক্কোর সদস্য মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল-হাউজ, মারাকেশ, কোয়ারজাজাতে, আজিলাল, চিচাওয়া ও টারোডেন্ট এলাকায় ভূমিকম্পে এই প্রাণহানি হয়েছে।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটলাস পর্বতশ্রেণিতে সৃষ্ট ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। কর্মকর্তারা বলছেন, অধিকাংশ মানুষ মারা গেছেন দুর্গম পাহাড়ি এলাকায়। সেখানে পৌঁছানো বেশ কঠিন।
বিবিসি জানায়, ভূমিকম্প আঘাত হানার পর বিভিন্ন শহরের লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রথম আঘাতের ১৯ মিনিট পর আবার ৪ দশমিক ৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
প্রতিবেশী আলজেরিয়া থেকেও এই ভূমিকম্প অনুভূত হয় তবে দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
-বিবিসি
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply