নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৪ আগষ্ট ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)—সিপিবি(এম) এর কেন্দ্রীয় কমিটির এক জরুরি বৈঠক পার্টির কেন্দ্রীয় কার্যালয় দারুস সালাম ভবন পল্টন এর নবম তলার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ। আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, দেশে গণতন্ত্র নেই। বর্তমান আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেও ২০১৪ ও ২০১৮ সালে ভোট ডাকাতি করে বলপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। এই সরকার দেশে গণতন্ত্র হত্যা করে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। দেশে গুম খুন চাঁদাবাজি কালোবাজারী সিন্ডিকেট লুটপাট দুর্নীতি অর্থ পাচার চলছে। চালডাল সহ সকল প্রকার নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষের।
নেতৃবৃন্দ আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন দিয়ে জনগনের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে। সংবিধান থেকে তত্বাবধায়ক সরকারের বিল বাদ দিয়েছে হাইকোর্টের কাঁধে বন্ধুক রেখে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে। এই সরকারের অধীনে ২০১৪ ও ২০১৮ সালের দুটি নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি। সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। আমাদের অতীত অভিজ্ঞতা বলে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি। আওয়ামী সরকার আবারো ভোট ডাকাতী করে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের সকল বিরোধী রাজনৈতিক দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। সরকারের একঘেয়েমিপনার কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাইরের দেশ এখন হস্তক্ষেপ করতে শুরু করেছে। আলোচনা শেষে নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করা হয়—
ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দিয়ে দল নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচী। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গণমিছিল সহকারে পদযাত্রা। দলে দলে যোগ দিন আওয়াজ তুলুন এই মুহূর্তে দরকার দলনিরপেক্ষ সরকার। দাবি এক দফা এক শেখ হাসিনার পদত্যাগ।

কেন্দ্রীয় কমিটির মিটিং এ আরও উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, কেন্দ্রীয় সদস্য কমরেড মোস্তফা আল খালিদ, কেন্দ্রীয় সদস্য কমরেড সামছুল হক সরকার, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড তালেবুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক কমরেড তারেক ইসলাম বিডি, কমরেড গিয়াস উদ্দিন, কমরেড মামুন, কমরেড জয়, কমরেড রফিকুল ইসলাম, কমরেড মুন্না ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply