নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সিলেট জেলার অন্যতম নেতা, কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ মনির উদ্দিন মাস্টার (৭৫) গতরাত সাড়ে ৩টায় সিলেটে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ সকাল ৯টায় সিলেট শহরে মেজর টিলাস্থ বাসভবনের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সিলেট জেএসডি নেতা চৌধুরী দেলোয়ার হোসেন জীলান,আনোয়ার হোসেন সহ নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন। বাদজোহর গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জেএসডি সভাপতি আ স ম আবদূর রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এক শোক বার্তায় মনির উদ্দিন মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, তিনি ছিলেন একজন আদর্শিক রাজনীতিবিদ,দলের নিবেদিত প্রান ত্যাগী নেতা।
নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply