সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

ভৈরবে আইডিয়াল কলেজ ২০২৩ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩৬৫ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে আইডিয়াল কলেজ ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৩আগষ্ট)দুপুরে শহরের জান্নাত রেস্টুরেন্ট এন্ড রিসোর্টে আইডিয়াল কলেজের আয়োজনে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান আজাদ সভাপতিত্বে ২০২৩ সালের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ভৈরব উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী আসমত আলী গার্ল্স স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ,অধ্যাপক আহমদ আলী।অত্র কলেজের আজীবন দাতা সদস্য ও ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অরুণ আল আজাদ। 

জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজর ইসলামের ইতিহাস বিভাগের  সাবেক বিভাগীয় প্রধান উলফাত আরা, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম সেফুল।  পদার্থ বিজ্ঞান বিভাগের ভাগীয় প্রধান এমদাদুল হক চৌধুরী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুসতারী ফেরদৌসী প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতীর আশা-আকাঙ্খার প্রতীক। সুখী-সমৃদ্ধ-উন্নত বাংলাদেশের অংশীদার। তোমাদের নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি শিক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীরা অতীতের ন্যায় এবারও ভালো ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম অর্জন করবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।”

অনুষ্টানে সঞ্চলনা করেন ভৈরব আইডিয়াল কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়র প্রভাষক সালমা বেগম। শেষে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS