শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

১৯ আগস্ট থেকে কুষ্টিয়া মহাশ্মশান এ নামযজ্ঞ অনুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৬৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া মহাশ্মশান এত অঞ্চলের সনাতন ধর্মের মানুষের নিকট পূণ্যতীর্থভূমি। এখানে শায়িত আছেন শ্রীমৎ বাবা বাচ্চাগিরী সাধক পুরুষ। তাঁরই ৭৮তম তিরোধাম তিথি স্মরণে প্রতিবারের ন্যায় এ বছরও বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণে তথা  দেশ ও জাতির কল্যাণে পরমারাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ নামযজ্ঞানুষ্ঠান (৪৮ প্রহরব্যাপী) আগামী ১৮ আগস্ট ২০২৩ শুক্রবার হইতে শুরু হচ্ছে।

অনুষ্ঠান সূচি: শ্রী গীতাপাঠ শেষে শুভ অধিবাস ১৮ আগস্ট ২০২৩ খ্রী: শুক্রবার। নাম সংকীর্তন শুরু ১৯ আগস্ট শনিবার অরুনোদয় হইতে ২৪ আগস্ট বৃহস্পতিবার ব্রহ্মমুহর্ত পর্যন্ত ৪৮ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম সংকীর্তন। ভোগমহোৎসবঃ ২৫ আগস্ট ২০২৩ খ্রী: শুক্রবার কুঞ্জুবঙ্গ, নগর পরিক্রমা, মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণ।

পদাবলী কীর্তন: ২৫ আগস্ট, ২০২৩ খ্রী: শুক্রবার সকাল ১১টা পদাবতলী কীর্তন পরিবেশনায় রূপশ্রী সম্প্রদায় মাগুড়া।

উক্ত ধর্মীয় অনুষ্ঠানে কৃষ্ণভক্তগণের সবান্ধব উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন কুষ্টিয়া মহাশ্মশান পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি শ্রী নরেন্দ্রনাথ সাহা ও সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার দে ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী নিলয় কুমার সরকার।

এ দেশের বিখ্যাত কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS