শেয়ারবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ সাবসিডিয়ারি কোম্পানি সালেক টেক্সটাইলের আরএমজি বন্ধের প্রস্তাব অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সালেক টেক্সটাইলের পরিচালনা পর্ষদের আবেদনের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির আরএমজি ইউনিট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালেক স্পিানিং।
চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটির আরএমজি ইউনিট বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে। সালেক টেক্সটাইলের পুঞ্জিভূত লোকসান এবং কারখানা ভবনের ইজারা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে এই ইউনিট বন্ধ করা হচ্ছে।
সালেক টেক্সটাইলের ফ্যাক্টরি প্লান্ট এবং যন্ত্রপাতি বিক্রি করে কোম্পানিটির ঋণ পরিশোধ করা হবে। সালেক টেক্সটাইলের আরএমজি ইউনিট বন্ধ করার জন্য মালেক স্পিনিংকে কোনো তহবিল সরবরাহ করতে হবে না।
উল্লেখ্য, সালেক টেক্সটাইলের ৯৭.৯২ শতাংশ শেয়ারে মালিকানা রয়েছে মালেক স্পিনিংয়ের।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply